Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিয়ামতপুর, নওগাঁ এর সিটিজেন চার্টার

 

স্বাস্থ্য সেবা

সেবা প্রধান

মন্তব্য

অত্র স্বাস্থ্য কমপ্লেক্স-এর অত্মঃ বিভাগ , জরুরী বিভাগ দিন-রাত ২৪ ঘন্টা চালু রহিয়াছে এবং সার্বক্ষনিক জরুরী আগত রোগীদের এবং এই মোবা্ইল নাম্বার এর মাধ্যমে ০১৭৩০-৩২৪৬৭৩  চিকিৎসা সেবা  প্রদান করা হয় । বর্হিঃ বিভাগে   আগত রোগীদের  বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পত্রাদি প্রদান করা হয় । অত্মঃ বিভাগে ভর্তিরত রোগীদের খাবারের ব্যবস্থা আছে।

 

আবাসিক মেডিকেল অফিসার,

মেডিকেল অফিসার, সহকারী সার্জন

 

 

অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিট চালু আছে সেখানে দাঁতের সমস্যায় আক্রামত্ম রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা আছে।

মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল)

 

অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবরেটরী বিভাগ চালু আছে সেখানে ব্লার্ডের টিসি,ডিসি , ইএসআর, এইচবি,টিসিই, ভিডালটেষ্ট, এএসও, ,আরএ, আরকে ৩৯, এমপি,  আরবিএস, সিরাম বিলিরুবিন,  মলমুত্র , রক্তের গ্রুপ, পেগনেসি টেষ্ট , যক্ষ্মা রোগী কফ  ইত্যাদি পরীক্ষা - নিরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা রহিয়াছে।।

মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাবঃ)

 

 

অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ এমএ এক্সরে মেশিন চালু আছে সেখানে হাত-পা ভাঙ্গ থেকে শুরু করে  সর্বশরীরের বিভিন্ন প্রকার এক্সরে করা হয়।

মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওগ্রাফী)

 

 

অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবর্তী মা ও শিশুদের টিকাদানের ব্যবস্থা আছে।

 

মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই)

 

 

অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী এ্যাম্বুলেন্স গাড়ী আছে । রেফাডকৃত রোগীদের উন্নতমানের চিকিৎসার জন্য  অন্যত্রে পাঠানো হয়

এ্যাম্বুলেন্স গাড়ী চালক